শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না বলে দুদিন আগে বার্তা দেওয়ার পর সজীব ওয়াজেদ জয় এখন বলছেন, নেতাকর্মীদের ওপর যেভাবে হামলা হচ্ছে এ পরিস্থিতিতে তারা হাল ছেড়ে দিতে পারেন না। জয় গতকাল বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা এক ভিডিওতে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘুরে দাঁড়ানোর আহ্বান রেখেছেন। খবর বিডিনিউজের।
গত সোমবার গণআন্দোলন ও জনরোষের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেদিনই তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন, তিনি আর রাজনীতিতে ফিরবেন না বলে। এর দুদিন পরে এসে জয় বলছেন, তার পরিবার রাজনীতিতে ফিরবে। তিনি বলেন, ‘বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সারা দেশে ভাঙচুর, লুটপাট হচ্ছে। শহরের বাইরে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে, অনেককে হত্যা করা হয়েছে। এই পরিস্থিতিতে আমি বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সব থেকে পুরাতন, গণতান্ত্রিক ও বড় দল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীন করেছে।’
নেতাকর্মীদের ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে জয় বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি আহ্বান জানাচ্ছি, আপনারা ঘুরে দাঁড়ান। আপনারা একা না, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি। আমরা আপনাদের সাথে আছি। দেশে আমাদের নেতাকর্মীদের রক্ষা করার জন্য যা প্রয়োজন তা করতে আমরা প্রস্তুত।’