বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ জামাল স্মরণে পলোগ্রাউন্ড মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে চট্টগ্রাম মহানগর ২৩নং পাঠানটুলি ওয়ার্ড শেখ জামাল স্মৃতি সংসদ। সংগঠনের সভাপতি ও ডবলমুরিং থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম আরদিনের সভাপতিত্বে গত শুক্রবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৩নং পাঠানটুলি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান,সাধারণ সম্পাদক আসিফ খান, মোমিন উল্লাহ, শিবু প্রসাদ চৌধুরী,রাশেদুল আজিম রাসেল, মোহাম্মদ পারভেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, আনোয়ার পলাশ ,শরীফুল ইসলাম মাহী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মো. রাজু মো. নাসির, মোর্শেদ আলম, সাদাফ খান, খালেদ মাসুদ, জাহিদ হাসান সাইমুন, আবদুল্লাহ আল সাইমুন, ইমরান হোসেন সাজেন প্রমুখ।