বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং সাইফ স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচটি ড্র হয়েছে। প্রথমার্ধে গোল করে এগিয়ে গিয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কিন্তু দ্বিতীয়ার্ধের শেষদিকে দুই গোল করে জয়ের সুবাস পাচ্ছিল সাইফ স্পোর্টিং ক্লাব। তবে শেষ মুহূর্র্তের পেনাল্টি গোলে সাইফের কাছ থেকে এক পয়েন্ট ছিনিয়ে নিল শেখ জামাল। মুন্সিগঞ্জে গতকাল অনুষ্ঠিত ম্যাচটি ২-২ সমতায় শেষ হয়েছে। এর আগে দুই দলের প্রথম লেগের ম্যাচটিও একই ব্যবধানে শেষ হয়েছিল। খেলার ৩৭ মিনিটে শাকিল আহমেদের কর্নার কিক থেকে সোহানুর রহমানের হেড সাইফের জালে জড়ায়। এগিয়ে যায় সাইফ স্পোর্টিং। ৭৪ মিনিটে বাইসাঙ্গের গোলে সমতায় ফেরে শেখ জামাল। পেনাল্টি থেকে গোল করেন বাইসাঙ্গে। ম্যাচের অতিরিক্ত সময়ে আবার এগিয়ে যায় সাইফ। কোনাকোনি শটে গোল করেন গফুরভ। খেলার একেবারে অন্তি মুহূর্তে পেনাল্টি পায় শেখ জামাল। আর সে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরায় জনোভ ওতাবেক ।