শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্‌ আন্তঃউপজেলা চট্টগ্রাম পর্বের উদ্বোধন

শহরের অদূরে হবে স্পোর্টস ভিলেজ : জেলা প্রশাসক

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৩ জানুয়ারি, ২০২৩ at ১০:৫৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্‌ আন্তঃউপজেলা চট্টগ্রাম পর্ব শুরু হয়েছে। গতকাল ২ জানুয়ারি সোমবার সকালে চট্টগ্রাম এম.এ. আজিজ স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও সিজেকেএস এর সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। গেমসের উদ্বোধন ঘোষণা করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর এবং লেফটেন্যান্ট কর্ণেল মো. মনির উজ জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস সহ-সভাপতি ও শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্‌ আন্তঃউপজেলা চট্টগ্রাম পর্বের কো-অর্ডিনেটর মো. হাফিজুর রহমান।

এম এ আজিজ স্টেডিয়ামে গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপনের জন্য খেলাধুলার কোন বিকল্প নাই। কিন্তু ব্যস্ততম এই বন্দরনগরীতে বাচ্চাদের খেলার জন্য পর্যাপ্ত মাঠ নেই। এজন্য আমরা চিন্তা করেছি চট্টগ্রামে শহরের অদূরে একটি স্পোর্টস ভিলেজ হবে যেখানে ক্রিকেট, ফুটবল, হ্যান্ডবল, ভলিবল, এ্যাথলেটিক্স সহ সকল ধরনের খেলাধুলার জন্য পর্যাপ্ত ব্যবস্থা থাকবে।

মেয়েদের খেলার জন্যও সেখানে পৃথক ব্যবস্থা থাকবে উল্লেখ করে জেলা প্রশাসক আরো বলেন, এজন্য আড়াইশ বা তিনশ একর জমির প্রয়োজন। ইতোমধ্যে আমরা জমি খোঁজার কাজ শুরু করেছি। জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসন চট্টগ্রামের উদ্যোগে আগামী ৫-৭ বছরের মধ্যে অলিম্পিক পর্যায়ে পদক লাভের সক্ষমতা অর্জনে চট্টগ্রামের উপজেলা পর্যায় থেকে দক্ষ ক্রীড়াবিদ অন্বেষণ কার্যক্রম শুরু করছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন ও লে কর্ণেল মো. মুনিরুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সিজেকেএস এর সহ-সভাপতি মু. মাহমুদ উল্লাহ মারুফ, দিদারুল আলম চৌধুরী, সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুব গেমস্‌ এর বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের বিভাগীয় পর্যবেক্ষক নজরুল ইসলাম লেদু, সিডিএফএ এর সভাপতি এস এম শহীদুল ইসলাম, সিজেকেএস যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম ও মো. মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য আবুল হাসেম, সৈয়দ আবুল বশর, আ.ন.ম. ওয়াহিদ দুলাল, এ.কে.এম. আবদুল হান্নান আকবর, গোলাম মহিউদ্দীন হাসান, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, মোহাম্মদ শাহজাহান, হাসান মুরাদ বিপ্লব, মো. দিদারুল আলম, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মো. হারুন আল রশীদ, রেখা আলম চৌধুরী, রেজিয়া বেগম ছবি, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ। অংশগ্রহণকারী চট্টগ্রামের ১৫টি উপজেলার প্রায় ৫০০ জন খেলোয়াড় প্রতিযোগিতার মোট আটটি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে।

ইভেন্টগুলো হলো ফুটবল, হ্যান্ডবল, দাবা, ঊশু, কারাতে, ব্যাডমিন্টন, তায়কোয়ান্দো ও টেবিল টেনিস। গেমসের উদ্বোধনের পর শুরু হয়েছে বাছাইপর্বে। ৫ জানুয়ারি সিজেকেএস জিমনেশিয়ামে প্রথম শুরু হবে গেমসের টেবিল টেনিস ইভেন্ট। এতে অংশ নেবে বিভিন্ন উপজেলার তরুণরা।

পূর্ববর্তী নিবন্ধবরিশালের প্রথম দিনের অনুশীলনে ছিলেন না সাকিব
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৬.১২ কোটি টাকা