শেখ কামাল স্মৃতি সংসদ এর এক সভা বিভাগীয় সভাপতি সেলিম আসলাম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ কামাল স্মৃতি সংসদ চট্টগ্রাম বিভাগ এর নব নির্বাচিত উপদেষ্টা এবং এটি এম নিউজ এর এম ডি লায়ন মুজিবুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন এটি এম নিউজ টিভি দর্শক ফোরাম এর সাধারণ সম্পাদক আলভীন জামাল সাইফ। এতে প্রধান অতিথি ছিলেন শেখ কামাল স্মৃতি সংসদের নির্বাচিত সিনিয়র সহ সভাপতি এবং এটি এম নিউজ এর চেয়ারম্যান আমিরুল গনি খোকন। বিশেষ অতিথি ছিলেন এটি এম নিউজের সিইও এবং শেখ কামাল স্মৃতি সংসদ চট্টগ্রাম বিভাগীয় কমিটির নবনির্বাচিত উপদেষ্টা আতাউর রহমান আসাদ, শেখ কামাল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ চৌধুরী। বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা লায়ন হেনাউল ইসলাম বাবুল, জিয়াউল করিম, এটি এম নিউজ দর্শক ফোরামের সভাপতি শাহজাদা মাইনুদ্দিন আল শানজারি, এটি এম নিউজ টিভির পরিচালক রঞ্জন রায় চৌধুরী, এটি এম নিউজ টিভির সহ সাধারণ সম্পাদক যথাক্রমে আহমেদ আনাস, রাদিউল রাইস এবং মো. ইসলাম চৌধুরী সহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।