জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জোষ্ঠপুত্র শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার এম এ আজিজ স্টেডিয়ামে সকাল ৭টায় এই ম্যাচ অনুষ্ঠিত হয়। পাক্ষিক মাঠের লড়াই পত্রিকার সহযোগীতায় এই ম্যাচে সাংবাদিক সবুজ দল টাইবব্রেকারে ২-০ গোলে লাল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস। চট্টগ্রাম প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবুর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সিজেকেএস কাউন্সিলর ও ক্রীড়া সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরী, পাক্ষিক মাঠের লড়াইয়ের প্রকাশক মোহাম্মদ ফারুক। প্রধান অতিথি শারীরিক ও মানসিক সুস্থতার জন্য সাংবাদিকদের এ রকম খেলাধুলা আয়োজনের উপর জোর দেন। তিনি বলেন, সাংবাদিকরা তাদের পেশাগত কাজে সব সময় ব্যস্ত থাকেন। এই ব্যস্ততার মাঝে একটু সময় বের করে খেলাধুলা করা তাদের প্রয়োজন। কারণ মানসিক ও শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার বিকল্প নেই।