সাগরে মৎস্য আহরণে নিষিদ্ধকালীন (২০ মে থেকে ২৩ জুলাই) নিবন্ধিত জেলেদের মাঝে ৫৬ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নের ৭৩৪ জন জেলের মাঝে এ চাল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইয়াছিন তালুকদার। এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী, অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা সিনিয়র মৎস্য অফিসার উম্মুল ফারা বেগম তাজকিরা।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, সাগরে মৎস্য সম্পদ বৃদ্ধি করতে সরকার ২০ মে থেকে ২৩ জুলাই মাছ ধরা নিষিদ্ধ করেছে। এ সময়ে জেলেদের কথা চিন্তা করে তাদেরকে সার্বিক সহযোগিতার অংশ হিসেবে এ চাল বিতরণ করা হচ্ছে। তিনি নিষিদ্ধকালীন এ সময়ে যারা মাছ আহরণ করবে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে বলে জানান।












