শেখেরখীলে ৭৩৪ জন জেলের মাঝে চাল বিতরণ

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ জুন, ২০২১ at ১০:২৭ পূর্বাহ্ণ

সাগরে মৎস্য আহরণে নিষিদ্ধকালীন (২০ মে থেকে ২৩ জুলাই) নিবন্ধিত জেলেদের মাঝে ৫৬ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নের ৭৩৪ জন জেলের মাঝে এ চাল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইয়াছিন তালুকদার। এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী, অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা সিনিয়র মৎস্য অফিসার উম্মুল ফারা বেগম তাজকিরা।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, সাগরে মৎস্য সম্পদ বৃদ্ধি করতে সরকার ২০ মে থেকে ২৩ জুলাই মাছ ধরা নিষিদ্ধ করেছে। এ সময়ে জেলেদের কথা চিন্তা করে তাদেরকে সার্বিক সহযোগিতার অংশ হিসেবে এ চাল বিতরণ করা হচ্ছে। তিনি নিষিদ্ধকালীন এ সময়ে যারা মাছ আহরণ করবে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধসরকারি সিটি কলেজ বাংলা মাস্টার্স প্রাক্তনদের পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধআনোয়ারায় গুচ্ছগ্রাম প্রকল্পের ঘর পরিদর্শন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালকের