বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নের কোনাখালী এলাকায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম আলিফা জান্নাত (০১)। সে স্থানীয় আহমদ কবিরের কন্যা।
শিশুটির পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সকালে আলিফা বাড়ির উঠানে খেলা করছিল। এক পর্যায়ে সবার অগোচরে সে নিকটস্থ পুকুরে পড়ে যায়। তাকে দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে তার নিথর দেহ পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন।
বাঁশখালী থানা পুলিশ জানায়, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।












