শেখেরখীলের চেয়ারম্যান মোরশেদুল ইসলাম ফারুকীর ইন্তেকাল

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ১১ ডিসেম্বর, ২০২৪ at ৮:৪১ পূর্বাহ্ণ

বাঁশখালীর শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শেখেরখীল ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোরশেদুল ইসলাম ফারুকী (৫৫) গতকাল মঙ্গলবার ভোর ৪টার সময় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজিউন)। মাওলানা মোরশেদুল ইসলাম ফারুকী শেখেরখীল ইউনিয়নের উত্তর শেখেরখীল মৌলভী পাড়া ১ নম্বর ওয়ার্ডের মাস্টার মরহুম জিয়াউর রহমানের পুত্র। তিনি দুই ছেলে, এক কন্যা, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মাওলানা মোরশেদুল ইসলাম ফারুকী শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাড়াও

তিনি পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদরাসার আরবী প্রভাষকের দায়িত্বে ছিলেন। গতকাল মঙ্গলবার বাদে আছর উত্তর শেখেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শেখেরখীল ইউপি চেয়ারম্যানের ইন্তেকালে শোক প্রকাশ কেেছনদক্ষিণ জেলা জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ, বাঁশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা অধ্যক্ষ মাওলানা বদরুল হক, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, জামায়াত ইসলামী বাঁশখালী উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ ইসমাঈল, পৌর আমীর মাওলানা আবু তাহের, পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষকশিক্ষার্থীবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধপানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী ইউনিয়নের সম্মেলন
পরবর্তী নিবন্ধরেলওয়ে শ্রমিক কর্মচারী দলের সভা ও র‌্যালি