গভীর বনে উঁচু গাছের শাখায় শাখায় বিচরণ
নেই শেকড়, নেই নিজস্ব কোনো অস্তিত্ব
যে কেউ–ই যখন তখন ইচ্ছেমতো
উপড়ে ফেলে দেয় মনের অভিলাষে।
তবু্ও বনের শোভাবর্ধন করে চিকচিক রঙে
রঙ্গিন করে মাতিয়ে রাখে সমস্ত বন।
হলদেটে সেই স্বর্ণালি সৌরভে আকৃষ্ট হয় মানুষ।
হঠাৎ হঠাৎ আবার শেকড় বিহীন সেই স্বর্ণলতা
অনেকের কাছে জঞ্জাল মনে হয়।
শেকড় বিহীন স্বর্ণলতা‘র সৌন্দর্য কখনো কখনো
শ্রীবৃদ্ধি করে কখনো আবার জঞ্জাল!