শৃঙ্খলাবিরোধী কাজ ও অনিয়ম কঠোর হাতে দমন করা হবে

বোয়ালখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এমপি ছালাম

| বুধবার , ২৪ জানুয়ারি, ২০২৪ at ৬:৫০ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এলাকায় মাদকের বিস্তার, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও কিশোর গ্যাং এর দৌরাত্ম্য ভয়াবহ আকার ধারণ করেছে বলে উল্লেখ করেছেন উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আইনশৃঙ্খলা কমিটির নেতৃবৃন্দ। বিদ্যালয়গামী শিক্ষার্থীরা বখাটেদের উৎপাতের শিকার হচ্ছে বলেও জানান তারা।

স্থানীয় জনপ্রতিনিবৃন্দের কাছ থেকে এহেন উদ্বেগ ও শঙ্কার কথা শুনে আইন শৃঙ্খলা কমিটির মূখ্য উপদেষ্টা চট্টগ্রাম৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবদুচ ছালাম বলেন, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিধিবৃন্দ যদি সামাজিক নেতৃবৃন্দকে নিয়ে কাউন্সিলিং করে ঐক্যবদ্ধভাবে এসব সমস্যা সমাধানে উদ্যোগী হই অবশ্যই সুফল পাওয়া যাবে। এলাকার একেকটি সমস্যা চিহ্নিত করে প্রতিমাসে একটি একটি করে সমস্যাকে সমাধানে বিশেষ গুরুত্ব দেয়া হয় তাহলে বছরে বারোটি সমস্যার সমাধান হয়। আসলে আমরা চিন্তা করিনা যে, সমাজে সম্ভাবনার তুলনায় সমস্যা অনেক কম। কয়েকটি সমস্যাকে জোর দিয়ে সমাধান করতে পারলে অন্য সমস্যা গুলো এমনিতেই দূরীভূত হয়। তাই শৃঙ্খলা পরিপন্থী কোন কাজ ও অনিয়মকে প্রশ্রয় দেয়া হবে না। শৃঙ্খলা বিরোধী কাজ ও অনিয়ম কঠোর হাতে দমন করা হবে। তিনি গতকাল মঙ্গলবার উপজেলার স্বাধীনতা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসাইন সজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম রাজা, পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুর, উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, থানার (ওসি তদন্ত )সাইফুল ইসলাম, নুরুল আমিন চৌধুরী, রেজাউল করিম বাবুল, ইউপি চেয়ারম্যান মো. বেলাল হোসেন, এস এম জসিম উদ্দিন, কাজল দে, আবদুল মান্নান মোনাফ, মোহাম্মদ মোকারম, মো. সামসুল আলম, সফিউল আলম, প্রেসক্লাব সভাপতি মো. সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট সেলিম চৌধুরী, সৈয়দ মো. নজরুল ইসলাম প্রমূখ। পরে উপজেলা পরিষদের মাসিক সভায় ও আবদুচ ছালাম এমপি বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমিনার-এ হযরত গাউছুল আজম আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.) উদ্বোধন
পরবর্তী নিবন্ধড. ইউনূসকে হয়রানি বন্ধে ১২ মার্কিন সিনেটরের চিঠি