শূন্য বর্জ্যে অবদান রাখায় ইউনূসকে তুরস্কের ফার্স্ট লেডির অভিনন্দন

| শনিবার , ২৯ মার্চ, ২০২৫ at ৫:২৫ পূর্বাহ্ণ

শূন্য বর্জ্য অর্জনের পথচলায় অসামান্য অবদান রাখায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান অভিনন্দন জানিয়েছেন। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ‘আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবসের’ উচ্চ পর্যায়ের স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে এমিন এ অভিব্যক্তি প্রকাশ করেন। খবর বিডিনিউজের।

এমিন এরদোয়ান তার বক্তব্যে ফ্যাশন এবং টেক্সটাইল বর্জ্যের নেতিবাচক প্রভাব বিশেষভাবে তুলে ধরেন। বর্তমান রৈখিক উৎপাদন মডেলের ধ্বংসাত্মক প্রভাব সম্পর্কেও সতর্ক করে দেন তিনি। তিনি বিশ্বব্যাপী ভোগের ধরনে জরুরি পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন। গ্রহের ভবিষ্যৎ রক্ষার জন্য রিডিউসিং, রিইউজিং ও রিসাইক্লিংয়ে গুরুত্বারোপ করেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানোর জন্য জামায়াতে ইসলামী কাজ করছে
পরবর্তী নিবন্ধবাঁচানো গেল না কাদায় আটকে পড়া হাতিটিকে