শূন্য নটিকেল মাইল

আকলিমা আঁখি | বৃহস্পতিবার , ১১ মে, ২০২৩ at ৫:৩৬ পূর্বাহ্ণ

আরব সাগরে পা ডুবিয়ে তুমি

আর আমার পা বঙ্গোপসাগরে;

পায়েরা ডুবে ডুবে তরল পারদে

নটিকেল মাইল হিসাব কষে

সম্পর্কের জ্বর মাপে।

ভারত মহাসাগরের শূন্য নটিকেল মাইল;

আমাদের চূড়ান্ত মিলনের নোনাঘাম

সীমানা প্রাচীরহীন অবাধ মৎস সঙ্গম।

ভারত মহাসাগরের শূন্য নটিকেল মাইল;

মানুষের গড়া অসভ্য বিভেদের প্রাচীর আয়নায়

ভেসে ওঠে নিজেদের কাটা জননেন্দ্রিয়ের নগ্ন পাপবোধ।

পূর্ববর্তী নিবন্ধমা
পরবর্তী নিবন্ধওরাও তো মানুষ