শূন্যের রেকর্ড গড়লেন সৌম্য সরকার

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ৯ জুন, ২০২৪ at ১০:১৯ পূর্বাহ্ণ

সময়টা বেশ কঠিন যাচ্ছে সৌম্য সরকারের। অথচ এই ওপেনারকে ছন্দে ফেরানোর কত চেষ্টাইনা চলছে। কিন্তু কিছুতেই কিছু হচ্ছেনা। উল্টো আরেকটি লজ্জার রেকর্ড গড়ে বসলেন সৌম্য। গতকঅল শ্রীলংকার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে ধানাঞ্জয়া ডি সিলভার লেগ স্টাম্পের ওপর শর্ট ডেলিভারি অন সাইডে খেলার চেষ্টায় টাইমিং করতে পারলেন না সৌম্য সরকার। মিড অফ থেকে কিছুটা পিছিয়ে ক্যাচ নিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। বিস্ময়ে কয়েক মুহূর্ত ক্রিজে দাঁড়িয়ে ছিলেন সৌম্য। আরেকটি শূন্য ঝুলিতে পুরে এরপর ধীর পায়ে ড্রেসিং রুমে ফিরলেন বাঁহাতি ওপেনার। ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়ের ম্যাচে পুরোপুরি ব্যর্থ সৌম্য। তুলনামূলক ছোট লক্ষ্যে প্রথম ওভারেই তিনি আউট হয়ে চাপে ফেলে দেন দলকে। ২ বল খেলে কোনো রান করতে পারেননি। একইসঙ্গে তার নাম উঠে যায় বিব্রতকর রেকর্ডে। আন্তর্জাতিক টিটোয়েন্টিতে সবশেষ তিন ইনিংসে সৌম্যর দ্বিতীয় শূন্য এটি। সব মিলিয়ে ৮৩ ইনিংসের ক্যারিয়ারে তিনি ১৩ বার আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। এই সংস্করণে তার চেয়ে বেশি খালি হাতে ফেরার নজির নেই আর কোনো ব্যাটসম্যানের।

আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং ১৪৩ ইনিংসে সৌম্যর সমান ১৩ বার শূন্য রানে আউট হয়েছেন। ভারতের অধিনায়ক রোহিত শার্মা ১৪৪ ইনিংসে ১২টি শূন্য নিয়ে আরও দুজনের সঙ্গে তালিকার দুই নম্বরে অবস্থান করছেন। টিটোয়েন্টি বিশ্বকাপে সৌম্যর চতুর্থ শূন্য ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। ১৬ ইনিংসে সব মিলিয়ে তার সংগ্রহ মাত্র ১৫১ রান। গড় ৯.৪৩, স্ট্রাইক রেট ৯৮.৬৯। পঞ্চাশ বহু দূরে, কোনো ইনিংসে পচিশও ছুঁতে পারেননি তিনি। সর্বোচ্চ ইনিংস ২১ রানের। টিটোয়েন্টির বিশ্ব আসরে শূন্যের রেকর্ডে অবশ্য শীর্ষে নন সৌম্য। তার চেয়ে বেশি খালি হাতে ফিরেছেন তিলকারাত্নে দিলশান ও শাহিদ আফ্রিদি। বিশ্বকাপের দুজনই রানের খাতা খোলার আগে আউট হয়েছেন ৫ বার করে। বিশ্বকাপের প্রথম ম্যাচেই শূন্যের রেকর্ড গড়া সৌম্য সার্বিকভাবেও তেমন ছন্দে নেই। ২০২১ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৮ রানের পর টানা ২৭ ইনিংসে কোনো ফিফটি নেই তার ব্যাটে। এই সময়ে মাত্র ১২.৩৪ গড়ে সৌম্যর সংগ্রহ ৩২১ রান। স্ট্রাইক রেটও নাজুক, ১০৯.৫৫। যা তার ক্যারিয়ার স্ট্রাইক রেটের (১২২.৯৫) চেয়ে বেশ কম। এই সংস্করণে অবশ্য কখনও তেমন ধারাবাহিক ছিলেন না সৌম্য। অভিষেকের পর প্রথম ২৬ ইনিংসে কোনো ফিফটি করতে পারেননি তিনি। তবে চল্লিশ ছোঁয়া ইনিংস খেলেন পাঁচটি। স্ট্রাইক রেটও তখন ছিল সমীহ জাগানিয়া। ২০২১ সালে পাঁচ ইনিংসের মধ্যে তিনটি ফিফটি করে নিজের সামর্থ্যের জানান দেন বাঁহাতি ব্যাটসম্যান। কিন্তু এরপর থেকে শুধুই হতাশা। একের পর এক সুযোগ পেয়েও নিজেকে মেলে ধরতে ব্যর্থ তিনি। সব মিলিয়ে ৮৩ ইনিংসে ৫ ফিফটিতে সৌম্যর সংগ্রহ ১ হাজার ৩৯৮ রান। আন্তর্জাতিক টিটোয়েন্টিতে অন্তত ৮০ ইনিংস ব্যাটিং করা ৩৭ ব্যাটসম্যানের মধ্যে তার চেয়ে কম রান শুধু জর্জ ডকরেলের (১ হাজার ১১৮ রান)। যিনি ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই খেলেছেন নিচের দিকে।

পূর্ববর্তী নিবন্ধআনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা
পরবর্তী নিবন্ধতামিমের চোখে জয়টা খুব দরকার ছিল