শুষ্ক মৌসুমেও ময়লা পানি মাড়িয়ে যেতে হয় স্কুলে

আনোয়ারায় দুর্ভোগের এক সড়ক

এম. নুরুল ইসলাম, আনোয়ারা | মঙ্গলবার , ১১ নভেম্বর, ২০২৫ at ৪:৪৯ পূর্বাহ্ণ

আনোয়ারা সদরের জয়কালী বাজারের প্রাণকেন্দ্রের একই বৃত্তে অবস্থান করছে আনোয়ার বালিকা উচ্চ বিদ্যালয় ও আনোয়ারা সরস্বতী প্রাথমিক বিদ্যালয়। দুই বিদ্যালয়ে প্রায় ১২ শতাধিক শিক্ষার্থী। এদের মধ্যে ডুমুরিয়া ও আনোয়ারা সদরের ৩ শতাধিক শিক্ষার্থী ও কয়েক হাজার স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের একমাত্র মাধ্যম আনোয়ারা সরস্বতী সড়ক। দুই বিদ্যালয়ের সামনের বাউন্ডারি ঘেঁষে চলে যাওয়া ৭ ফিটের সরু সড়কটি বর্ষাকালে হাঁটু পরিমাণ ময়লা পানিতে ডুবে থাকে। আর বর্তমান শুষ্ক মৌসুমেও এ সড়কের বড় একটা অংশে রয়েছে ময়লা পানি। এতে শিক্ষার্থী ও স্থানীয়দের দুর্ভোগের শেষ নেই।

স্থানীয়দের অভিযোগ, পানি চলাচল ব্যবস্থা বন্ধ করে সড়কটির দু পাশে পাকা দালান ও বিভিন্ন স্থাপনা গড়ে ওঠার কারণে সড়কটি নিচু হয়ে সারা বছর ময়লা পানি জমে থাকে। এলাকাবাসী অতি দ্রুত সড়কটিতে পানি চলাচল ব্যবস্থার ড্রেন নির্মাণ ও প্রয়োজনীয় সংস্কার করার দাবি জানিয়েছে।

আনোয়ারা সরস্বতী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কান্তি গুপ্ত জানান, বিদ্যালয়ের সামনের সড়কটি অতিগুরুত্বপূর্ণ। এটি ডুমুরিয়া ও আনোয়ারা সদরের একাংশের মানুষের চলাচলের একমাত্র মাধ্যম। তিনি অতি দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান।

আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া বলেন, বিদ্যালয়ের সামনের দুই অংশে সারা বছর ময়লা কাদা পানি জমে থাকে বর্ষা কালে হাঁটু পানি পেরিয়ে বিদ্যালয়ে যেতে হয়। এখন এই শুষ্ক মৌসুমেও প্রতিদিন স্কুলে যেতে পরনের জামায় ময়লা লাগে। আর জুতা ময়লা পানিতে ভিজে যায়। এতে আমাদের খুব বেশি কষ্ট হয়। আমাদের আবেদন অতি কম সময়ের মধ্যে যেন সড়কটির সংস্কার কাজ করা হয়।

আনোয়ারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ওমা খান কাফি জানান, এই সড়কটির বিষয়ে আমার বিস্তারিত তথ্য জানা নেই। তারপরও সড়কটি যদি আমাদের আওতাধীন হয় তাহলে সংস্কারের পদক্ষেপ গ্রহণ করব।

পূর্ববর্তী নিবন্ধগণভোট নিয়ে আইন দেখালে ছাব্বিশে নির্বাচন হয় কীভাবে, প্রশ্ন জামায়াতের
পরবর্তী নিবন্ধপ্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারাতে চায় বাংলাদেশ