শুল্ক কর্মকর্তা এনামুলের বাড়ি, ফ্ল্যাট, জমি ক্রোকের নির্দেশ

১০ কোটি টাকার অবৈধ সম্পদ

| শুক্রবার , ৫ জুলাই, ২০২৪ at ৬:৩৭ পূর্বাহ্ণ

জ্ঞাত আয়ের বাইরে প্রায় ১০ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হকের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। ঢাকার বসুন্ধরার জিব্লকে ৯ তলা বাড়ি, বনানী ও কাকরাইলে দুটি ফ্ল্যাট, তিনটি বাণিজ্যিক স্পেস, গুলশানে কার পার্কিংয়ের জায়গা এবং গাজীপুর ও বাড্ডার জমি রয়েছে এসব সম্পত্তির মধ্যে। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক ফারজানা ইয়াসমিনের আবেদনে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন গতকাল বৃহস্পতিবার এসব সম্পত্তি ক্রোকের আদেশ দেন। দুদকের জ্যেষ্ঠ আইনজীবী মীর আহমেদ আলী সালাম এ তথ্য বিডিনিউজকে জানান।

সম্পত্তি ক্রোকের আবেদনে বলা হয়, ঘুষদুর্নীতির মাধ্যমে ৯ কোটি ৭৬ লাখ ৯৭ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ৩১ জুলাই এনামুলের বিরুদ্ধে মামলা করে দুদক। স্বার্থ সংশ্লিষ্ট স্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন। আসামি সেটি করতে পারলে বিচার প্রক্রিয়া ব্যাহত হবে। ফলে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তার স্থাবর সম্পত্তি ক্রোক করা প্রয়োজন, বলা হয় আবেদনে।

পূর্ববর্তী নিবন্ধকোটা বাতিলের দাবিতে উত্তাল চবি দ্বিতীয় দিনেও সড়ক অবরোধ
পরবর্তী নিবন্ধএনবিআর থেকে এবার সরানো হল ফয়সালকে