শুল্ক কমল চালের, বাড়ল পেঁয়াজের

আজাদী ডেস্ক | শুক্রবার , ৮ জানুয়ারি, ২০২১ at ৫:৪৮ পূর্বাহ্ণ

ঘাটতি মেটাতে চালের আমদানি শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অপরদিকে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে পেঁয়াজের আমদানি শুল্ক বাড়ানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি। প্রজ্ঞাপন অনুযায়ী, সব ধরনের চালের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। অন্যদিকে পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ রেগুলেটরি ডিউটি আরোপ করা হয়েছে। ফলে পেঁয়াজে ১০ শতাংশ শুল্ক দিতে হবে। একইসঙ্গে করোনার সুরক্ষা সামগ্রী আমদানিতে রেয়াতি (কর ছাড়) সুবিধা আগামী বছরের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকাস্টমসে ১ কোটি ৪০ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা
পরবর্তী নিবন্ধচকরিয়ায় বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন