শুলকবহর ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের শিক্ষা সামগ্রী বিতরণ

| রবিবার , ৩১ আগস্ট, ২০২৫ at ১১:৪০ পূর্বাহ্ণ

সংগঠনের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরের ৮নং দক্ষিণ শুলকবহর ওয়ার্ডে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবক দল। গতকাল শনিবার দি চাইল্ড গার্ডেন টিউটোরিয়াল স্কুল মাঠ প্রাঙ্গণে এ শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ। এ সময় বেলায়েত হোসেন বুলু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করে জনগণই ‘ক্ষমতার উৎস’ প্রতিষ্ঠা করেন। খালেদা জিয়া বিনামূল্যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন’ প্রণয়ন করেন এবং মেয়েদের জন্য বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা করেন। এ ছাড়া ছাত্র ছাত্রীদের জন্য ‘শিক্ষা উপবৃত্তি’ এবং ‘শিক্ষার জন্য খাদ্য’ কর্মসূচি চালু করে শিক্ষাক্ষেত্রে অগ্রগতি নিশ্চিত করেন। জমির উদ্দিন নাহিদ বলেন, বিএনপি সব সময় সাধারণ মানুষের পাশে আছে এবং থাকবে। গত ১৫ বছর এদেশের মানুষ ভোট দিতে পারেনি। আগামীতে একটি নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। আমরা আশা করি, আমরা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগে থেকেই মানুষের জন্য কাজ করে যাবো। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা মানুষের পাশে থাকতে ও রাখতে চাই। অনুষ্ঠানে ৮ নং শুলকবহর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজী চিশতী চৌধুরীর সভাপতিত্বে ও মোহাম্মদ বেলালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহসিন কবির আপেল, সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন জিসান, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আলম শফি, সদস্য সচিব নুরুল কবির পলাশ। (বিজ্ঞপ্তি)

পূর্ববর্তী নিবন্ধএপেক্স ক্লাব বান্দরবানের শিক্ষা সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধদ্বিজেন শর্মা পরিবেশ পদক পেলেন প্রকৌশলী সবুজ চাকমা