শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি সংসদ সদস্য ডা. আফছারুল আমীন এমপি কর্তৃক টিআর প্রকল্পের আওতায় ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেকের সহযোগিতায় ৮ নং শুলকবহর ওয়ার্ডের আদর্শ পাড়া মন্দিরের সৌন্দর্য বর্ধন ও সড়কের উন্নয়ন, সড়ক টাইলসকরণ, জাকির হোসেন বাইলেইন সড়ক উন্নয়ন প্রকল্প, ওমরগনি এমইএস কলেজ মসজিদে অজুখানা উন্নয়ন, আজিজুল্লাহ শাহ (রা.) মাজার ও মসজিদ উন্নয়ন, নোয়ার আলী জামে মসজিদ অজুখানা নির্মাণসহ ১৫টি প্রকল্পের জন্য বরাদ্দ এবং চেক প্রদান করা হয়েছে।
গত মঙ্গলবার দেওয়ানহাটে আফছারুল আমীনের কার্যালয়ে ফয়সাল আমিন এসব উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করেন। চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নটরাজ গুপ্ত, শাহাদাৎ হোসেন হিরা, অধ্যাপক ছায়ফুল্লাহ, শাখাওয়াত হোসেন, মো. ইসমাইল, মো. জামাল উদ্দীন, মো. দিদার, মো. মহসীন, রাসেদুল আনোয়ার খান, সফিউল আজম, সাব্বির হান্নান, মমতাজ আহমেদ, কলিম আক্তার, মো. এমরানুল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











