ফেসবুক ও ইউটিউব ভিত্তিক ডিজিটাল প্লাটফর্ম চিটাগং লাইভে রম্য বিতর্কের আসর ‘তর্ক যুদ্ধ’ উন্মুক্ত হতে যাচ্ছে চলতি মাসে। সম্প্রতি নগরীর একটি অডিটোরিয়ামে এ রম্য বিতর্কের ৮টি পর্ব ধারণ করা হয়েছে। মজার মজার কিছু বিষয়ে রম্য বিতর্কে অংশগ্রহণ করেন চট্টগ্রামের সাংবাদিক, সাহিত্যিক, সরকারি কর্মকর্তা, শিক্ষক প্রশিক্ষক, ব্যাংকার, কর্পোরেট ব্যক্তিবর্গ, প্রাক্তন বিতার্কিক ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একে একে অনুষ্ঠিত হয় নবীন-প্রবীণ বিতর্ক, ছাত্র-শিক্ষকবিতর্ক, বিবাহিত-অবিবাহিত বিতর্ক, বেলুন বিতর্ক, জড় বিতর্ক (ফেসবুক বনাম টিকটক), সাধারণ রম্য বিতর্ক ও চট্টগ্রাম বিষয়ক সনাতনী বিতর্ক। বিভিন্ন বিতর্কে সভাপতিত্ব করেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক শামসুদ্দিন শিশির, ব্যাংকার রাশেদুল আমিন রাশেদ, বিতর্ক সংগঠক সাইফ চৌধুরী, মানবাধিকার সংগঠক আমিনুল হক বাবু,সাংবাদিক তাজুল ইসলাম, প্রাক্তন বিতার্কিক শহিদুল ইসলাম। বিতর্কে অংশগ্রহণ করেন-চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অ্যালেক্স আলীম, প্রাক্তন বিতার্কিক মুজিবুর রহমান মনি, তানভির আহমেদ সিদ্দিকি, কাজী আরফাত, শুভাশিষ চৌধুরী, কাজী নুরুল হক, হিমাদ্রী শেখর নাথ, নাফিসা সাদাফ, অভিষেক দত্ত, মরিয়ম জাহান সায়মা, সাইদ বিন মুহিউদ্দিন, সুমাইয়া ইসলাম প্রমুখ। পরিকল্পনা ও পরিচালনায় সাবের শাহ্। নির্দেশনায় সাইফুদ্দিন মুন্না। প্রেস বিজ্ঞপ্তি।