শুরু হচ্ছে ‘পদাতিক’ যাত্রা

| মঙ্গলবার , ১৭ অক্টোবর, ২০২৩ at ১০:৫৯ পূর্বাহ্ণ

ভারতীয় বাংলা সিনেমার প্রয়াত চলচ্চিত্রকার মৃণাল সেন রূপে বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরীর ‘মুন্সিয়ানা’ দেখার অপেক্ষা ফুরোতে চলেছে। প্রেক্ষাগৃহে আসার আগে মৃণালের বায়োপিক ‘পদাতিক’ এর প্রিমিয়ার শো হচ্ছে ‘লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে’। খবর ফেসবুকে জানিয়েছেন মৃণালের চরিত্রে অভিনয় করা চঞ্চল। দুটি ছবি পোস্ট করে চঞ্চল লিখেছেন, শুরু হচ্ছে ‘পদাতিক’ যাত্রা। উপমহাদেশের স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জীবনীভিত্তিক সিনেমায় মৃণাল সেন চরিত্রে অভিনয় করা ছিল আমার জন্য যেমন দুঃসাহসের, তেমনি গর্বের। সিনেমার নির্মাতা কলকাতার চলচ্চিত্রকার সৃজিত মুখার্জী এবং প্রযোজক ফিরদৌসুল হাসানের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন চঞ্চল। খবর বিডিনিউজের।

সোশাল মিডিয়ায় খবরটি শেয়ার করেছেন সৃজিতও। ২৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর যুক্তরাজ্যের চারটি শহর লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার ও লিডসে এই সিনে উৎসব চলবে। নির্মাতা সৃজিত মুখার্জি জানিয়েছেন, উৎসবের শেষ দিন, অর্থাৎ ৪ নভেম্বর লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ‘রিজেন্ট স্ট্রিট সিনেমা’য় ‘পদাতিক’ এর প্রদর্শনী হবে। এ বছর মৃণাল সেনের জন্মশতবার্ষিকী। তাকে (মৃণাল) শ্রদ্ধা জানাতেই প্রয়াত পরিচালকের জীবন, কর্ম ও সময়ের গল্প নিয়ে সৃজিত তৈরি করেছেন ‘পদাতিক’। আর মৃণাল হিসেবে তিনি বেছে নিয়েছেন চঞ্চলকে। কেন চঞ্চল? এর উত্তরে সৃজিতের ভাষ্য, প্রথমত দু’জনের মুখের মিল আছে। সেটা কাকতালীয়। কিন্তু মৃণাল সেনের মতই চঞ্চলের চোখের দৃষ্টি অত্যন্ত ধারালো এবং সজাগ। তা ছাড়াও তার রাজনীতি চেতনা, যাপন এবং দৃষ্টিভঙ্গির সঙ্গেও চঞ্চলের প্রচুর মিল পাওয়া যায়।

পূর্ববর্তী নিবন্ধরাজনীতিতে যোগ দিলেন নকুল কুমার
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৯.৮৪ কোটি টাকা