শুরুতে দুই হাজার, এরপর ধাপে ধাপে নেন ৫ লাখ ৮২ হাজার টাকা

নারীর কাছে প্রতারিত, আদালতে তরুণের মামলা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১২ জুলাই, ২০২৩ at ৪:৫১ পূর্বাহ্ণ

এক নারীর কাছে প্রতারণার শিকার হয়ে আদালতে মামলা করেছেন লোহাগাড়া উপজেলার ১৯ বছর বয়সী এক তরুণ। অভিযুক্ত নারী হলেন চকরিয়া উপজেলার চেয়ারম্যান ভবনের মুন্নি আক্তার প্রকাশ জান্নাতুল ফেরদৌস। গতকাল চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জিহান সানজিদার আদালতে মাহমুদুল হাসান জিসান নামের ওই তরুণ মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। জিসান লোহাগাড়া উপজেলার কলাউজান এলাকার আবুল হাশেমের ছেলে।

বাদীর আইনজীবী গোলাম মাওলা মুরাদ আজাদীকে বলেন, আমার মক্কেলের কাছে ওই নারী ফোন করে উপজেলা ভাইস চেয়ারম্যানের মেয়ে পরিচয় দেন। একপর্যায়ে তারা ইমুতে কথা বলা শুরু করেন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরই ধারাবাহিকতায় প্রথমে ২ হাজার টাকা চাইলে আমার মক্কেল ওই নারীকে তা পাঠান। এরপর ওই নারী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ধাপে ধাপে তার কাছ থেকে ৫ লাখ ৮২ হাজার টাকা নেন। আরো ৫০ হাজার টাকা চাইলে তিনি তা দিতে অস্বীকার করেন এবং পূর্বে দেওয়া টাকা ফেরত চান। এতে ক্ষিপ্ত হয়ে ওই নারী তাকে হত্যার হুমকি দেন। থানায় গিয়ে বিষয়টি জানালে তারা আদালতে মামলা করার পরামর্শ দেন। এরই ধারাবাহিকতায় তিনি আদালতে মামলাটি দায়ের করেছেন। এখন সিআইডি মামলাটি তদন্ত করবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়াল
পরবর্তী নিবন্ধঢাকায় চাকরির জন্য গিয়ে ছিনতাইকারীর হাতে খুন