নতুন বছরের আগমনে খুশি খুশি মন। কুয়াশার বুক চিরে নতুন সূর্য উঠলো। দেখতে দেখতে কেটে গেল একটি বছর। ২০২৫ সাল। কতো কিছুই ঘটে গেছে বছরটিতে। পাওয়া না পাওয়ার মাঝে কেটে গেছে একটি বছর। ভালো মন্দ মিলিয়ে গুটিগুটি পায়ে চলছিল। কখনো হোঁচট খেয়ে পড়ে যাওয়া মুহূর্তটাও আবার নতুন করে মনে পড়ছে। মনে হচ্ছে এই তো এই দিন ২০২৫ সালকে বরণ করে নিয়েছিলাম। এখন সব কিছু ভুলে গিয়ে নতুনকে আবার নতুন করে বরণ করলাম। নতুন ক্যালেন্ডারটি যত্ন করে দেওয়ালে টাঙানো হলো। ডেস্ক ক্যালেন্ডার সাজানো হবে। তারপর আগে আগে প্রতিটি পৃষ্ঠা উল্টিয়ে দেখবো কোন দিন, কোন দিন ছুটি আছে। ছুটির দিনটি বৃহস্পতিবার অথবা রবিবার পড়েছে কিনা। তাহলে একটানা তিন চার দিন ছুটি পাওয়া যাবে। সেই খুশিতে মন ভরে যায়। আবার কোন বিশেষ সরকারি ছুটি যদি শুক্রবারে পড়ে যায় তখন মন খারাপ হয়ে যায়। নিজের জন্মদিনটা কি বারে পড়ল। ঈদের ছুটি, পূজার ছুটি কয়দিন করে পাবো। নতুন দিনপঞ্জিটা হাতে পেয়ে সারাবছর পরিকল্পনা যেন এক মুহূর্তে করা যায়।
নতুন বছরকে ঘিরে মনে মনে ঈশ্বরের কাছে কতো কিছু প্রার্থনা করা হয়। সবার ধারণা বছরের প্রথম দিন ভালো কাটলে সারাবছর ভালো সময় কাটবে। নতুন বছর সবাই শুভকামনা করে। আর পরিবারের সবাই ১২ মাস যেন আনন্দ আর খুশিতে থাকে। ৫২ সপ্তাহ যেন সুস্থতা দান করে। ৩৬৫ দিন যেন সাফল্য আর সৌভাগ্যে ভরে থাকে জীবন। শুভ হোক নতুন বছর। বছরটি সবার ভালো কাটুক।












