শুভ শক্তির ঐক্য সুদৃঢ় হোক

শিমুল নন্দী | রবিবার , ২৫ অক্টোবর, ২০২০ at ৫:৪৬ পূর্বাহ্ণ

শারদীয় দুর্গাপূজা মানুষকে আত্মবোধনের মন্ত্রে উদ্বোধিত করে পরিশুদ্ধ পরিশীলিত জীবনমুখী কর্মে ধাবিত করে। এই পূজা নবজীবনের নব আস্বাদনের বারতায় সম্ভাষিত করে আমাদের সকলকে। সকল গ্লানি কালিমা মুক্ত হয়ে, নৈরাজ্য অনাসৃষ্টির অনাকাঙ্ক্ষী রুগ্ন পরিবেশকে পরিহার করে সুস্থ সুন্দর নবদিগন্তের রবি করোজ্জ্বল অভিযাত্রায় প্রেরণা সঞ্চার করে শারদীয় দুর্গোৎসব। দুর্গাপূজার নান্দনিক তাত্ত্বিক আধ্যাত্বিক চেতনা সমৃদ্ধ বহু কল্যাণকামিতার দিক উম্মোচিত হয়ে ধর্মীয় পরিমণ্ডলের বাইরেও এক সুশীল সমাজ বিনির্মাণের প্রতিশ্রুতিময় শৈল্পিক সাংস্কৃতিক নৈতিক ও সুস্থ মননশীলতার প্রেরণা যোগায় বার বার। জীবনের প্রতি প্রান্তে সীমাহীন প্রয়োজনীয়তায় এই শুভ শক্তির ঐক্য সুদৃঢ় হোক। করোনা ভাইরাসের বিষাক্ত থাবা থেকে সকলে নিরাপদ থাকুক।
জীবন ও জীবিকার সকল ক্ষেত্রে নিপীড়নের অশুভ অধ্যায় নির্বাসিত হোক। সৎ আন্তরিক প্রচেষ্টা বাস্তবে রূপ লাভ করুক। ধর্মের শাশ্বত ধারায় আমাদের সকলের জীবনবোধ স্বচ্ছ সাবলীল সুন্দর নৈতিক দৃঢ়তায় আরো বলিষ্ঠ ও সমৃদ্ধ হোক এই প্রত্যাশা করি। পরিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে সবাইকে পরিজন নিয়ে বাঙালির চিরচেনা সর্বজনীন মিলনমেলায় আসার নিমন্ত্রণ এবং শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধসকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কেন্দ্র বিভাগভিত্তিক হোক
পরবর্তী নিবন্ধপ্রকৃতির রাণী সেজে