পাখিরা আজ মিষ্টি সুরে গাইছে রে মন খুলে
সবুজ লতা পাতা হাওয়ায় উঠছে দুলে দুলে।
নদীর জলে ছলাৎ ছলাৎ ঢেউয়ের কলতান
পাল তোলা নাও নদীর বুকে নিতাই মাঝির গান।
ফুল বাগানের ফুল ছড়ালো সুবাস রাশি রাশি।
বিজন দুপুর রাঙিয়ে বাজায় রাখাল বাঁশের বাঁশি।
কাশ ফুলেরা জড়িয়ে আছে নদীর দুটো পাড়
শাপলা কুঁড়ি তুললো মাথা রঙ ছড়িয়ে তার!
প্রাণ জুড়ানো হাসি খুশির দখিন দুয়ার খোলা,
আজকে সবুজ ধানের ক্ষেতে অবুঝ মনের দোলা।
ভোরের বেলা সকাল বেলা দুপুর বিকেল সাঁঝ
ফুরফুরে বেশ মনটা সবার ভীষণ উছল আজ?
প্রাণ জুড়ে তাল ছন্দ রঙিন তাক ধিনা ধিন ধিন
রাসেল সোনা ভাইয়ের আমার শুভ জন্মদিন।