শুভ জন্মদিন দৈনিক আজাদী

গৌতম কানুনগো | রবিবার , ১১ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৪০ পূর্বাহ্ণ

দৈনিক আজাদী আজ ৬৩ বছরে পদার্পণ করেছে। ১৯৬০ সালের ৫ সেপ্টেম্বর দৈনিক আজাদীর পথচলা শুরু। চট্টগ্রাম থেকে যে কয়েকটি পত্রিকা প্রকাশিত হয় তার মধ্যে আমার সবচেয়ে প্রিয় পত্রিকা ‘দৈনিক আজাদী’। প্রতিদিন সকালে চায়ের কাপে চুমুক দিতে দিতে দৈনিক আজাদী পত্রিকাটি পড়া চাই। দৈনিক আজাদী পত্রিকার মাধ্যমে আমার লেখালেখি শুরু। কবি, প্রাবন্ধিক, লেখক, রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত বরেণ্য লেখক সৃষ্টিতে পত্রিকাটির ভূমিকা অপরিসীম। চট্টগ্রামের উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে পত্রিকাটি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। দৈনিক আজাদী আজ গণমানুষের নির্ভরতার প্রতীক। বর্তমানে সংবাদপত্র জগতে জনপ্রিয়তা ও পাঠকপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে এই পত্রিকাটি। তথ্য প্রযুক্তির বদৌলতে বর্তমানে অনলাইনেও পাঠকেরা পত্রিকাটি পড়তে পারছেন। কবি, সাংবাদিক রাশেদ রউফ তাঁর এক লেখায় যথার্থই বলেছেন, ‘আজাদী আজ শুধু একটি সংবাদপত্রই নয়, এটি এখন চট্টগ্রামের আয়না হিসেবেও স্বীকৃতি অর্জন করেছে’। ৬৩ বছরে পদার্পণ উপলক্ষে আজাদী পরিবারের মাননীয় সম্পাদক, পরিচালনা সম্পাদকসহ সংশ্লিষ্ট কলা কুশলীদের প্রতি রইলো অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা। ‘দৈনিক আজাদী’ র আগামীর পথচলা আরো সুন্দর হোক- এটাই আমাদের প্রত্যাশা।

পূর্ববর্তী নিবন্ধভালোবাসার আরেক নাম দৈনিক আজাদী
পরবর্তী নিবন্ধদৈনিক আজাদী স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র