খুব ভালো লাগে যখন পরিচিত জন বা শুভাকাঙ্ক্ষী কেউ বলে আজ দৈনিক আজাদীতে আপনার লেখা পড়লাম। দৈনিক আজাদী কর্তৃপক্ষ, সম্পাদক, সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীগণ, পাঠক ও সংশ্লিষ্ট সবার প্রতি আমার আন্তরিক ধন্যবাদ, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। দৈনিক আজাদী শুধু একটা সংবাদপত্র বা পত্রিকা নয়, এটি চট্টগ্রাম এর ঐতিহ্য এবং বাংলাদেশের গৌরব। স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র প্রিয় আজাদী পদার্পণ করছে ৬৩ বছরে ৫ সেপ্টেম্বর ২০২২। যুগোপযোগী আধুনিক দৈনিক আজাদী সেই ষাট দশক থেকে আমাদের প্রিয় চট্টলার গৌরব বহনকারী বহুল প্রচারিত দৈনিক পত্রিকা। কালের পরিক্রমায় একবিংশ শতাব্দীতে এই বিশ্বায়নের যুগের তথ্য ও প্রযুক্তি সমৃদ্ধ দৈনিক আজাদী অনেক আধুনিকতার রূপ পেয়েছ। এই যুগোপযোগী আধুনিক পত্রিকার মান আরও বৃদ্ধিকল্পে আজাদী পরিবারের সম্মানিত কর্তৃপক্ষ, সম্পাদক, সাংবাদিক ও কর্মচারীগণ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, উনাদের ত্যাগ ও অক্লান্ত পরিশ্রম এবং আন্তরিকতার ছোঁয়ায় সারা পৃথিবীর বাংলা ভাষার পাঠক সমাজের চাহিদা মিটিয়ে আজকে আমাদের এই প্রিয় পত্রিকা অসাধারণ এক উচ্চ মর্যাদার আসনে আসীন।এই বিশেষ দিনে আমার প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা ও ফুলেল ভালোবাসা রইলো, চট্টলার গৌরব বহনকারী ওগো প্রিয় পত্রিকা দৈনিক আজাদী, তোমায় জানায় ফুলেল শুভেচ্ছা! শুভ জন্মদিন দৈনিক আজাদী।