শুভ আষাঢ়ী পূর্ণিমা আজ

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ at ৭:২৫ পূর্বাহ্ণ

বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ আষাঢ়ী পূর্ণিমা আজ। সারাদেশে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পূর্ণিমাটি পালিত হয়েছে। এ পূর্ণিমার বৌদ্ধদের বিশ্বে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অতিপবিত্র। আজ থেকে ত্রৈমাসিক বর্ষাবাস ব্রতের শুরু।

এ পূর্ণিমার আরও একটি বিশেষত্ব হলো, এই শুভ তিথিতেই রাজকুমার সিদ্ধার্থ রানি মহামায়ার গর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেন।

আষাঢ়ী পূর্ণিমা বৌদ্ধদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান। গৌতম বুদ্ধ যেমন নিজ প্রচেষ্টায় জীবনের পূর্ণতা সাধন করে মহাবোধি বা আলোকপ্রাপ্ত হয়েছিলেন এবং জগজ্জ্যোতি বুদ্ধত্বপ্রাপ্ত হন তেমনিভাবে পূর্ণ চন্দ্রের মতো নিজের জীবনকে ঋদ্ধ করাই প্রতিটি বৌদ্ধের প্রচেষ্টা। পঞ্চস্মৃতি বিজরিত এই আষাঢ়ী পূর্ণিমা বৌদ্ধদের জন্য পবিত্র দিন।

আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন বৌদ্ধ বিহারে নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এনায়েতবাজারস্থ চট্টগ্রাম বৌদ্ধ বিহার, কাতালগঞ্জ নব পণ্ডিত বিহারসহ বিভিন্ন বিহারে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধবিনামূল্যে এক জিবি ইন্টারনেট পাচ্ছেন গ্রাহকরা