শুভ্রশ্যামলিমা

হাসনা বানু | সোমবার , ২০ সেপ্টেম্বর, ২০২১ at ৬:০৫ পূর্বাহ্ণ

টুপটুপ বৃষ্টি বাজে টিন চালা ঘরেতে।
দুপুরটা নিঝুম শ্রাবণের ধারাতে।
খাল-বিলে হাঁসগুলো অথৈ জলেতে,
শাপলারা কুঁড়ি হয়ে ভেসে চলে স্রোতে।।

পানকৌড়ি দলবেঁধে উড়ে যায় ঝিলেতে।
রাখাল গরু নিয়ে ফিরে আসে নীড়েতে,
সন্ধ্যার নীলাকাশ ফিকে লাল হলুদে,
সাগরের লোনাজল ভেসে যায় তীরেতে।
সবুজ মাঠ ঘাট ঢাকা ঘোলা পানিতে।।

রাতভর নির্ঘুম শেয়াল ঝিঁঝির ডাকাতে,
কাশ বনে কাশ ফুল নীল আর সাদাতে,
শুভ্রশ্যামলিমা ছড়ায় আকাশের ছায়াতে।

পূর্ববর্তী নিবন্ধমানসিক শক্তি
পরবর্তী নিবন্ধসিআরবিতে হাসপাতাল তৈরির দুঃসাহস সফল হতে দেবো না