সরকারের পর্যাপ্ত পৃষ্টপোষকতা পাওয়া গেলে বাংলাদেশে আবাসন ব্যবসার অনেক সম্ভাবনা দেখছেন বলে জানিয়েছেন দীর্ঘদিন ধরে জড়িত থাকা রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো–চেয়ারম্যান মো. মোরশেদুল হাসান। তিনি বলেন, সরকারের কাছ থেকে আমরা সহযোগিতা পাচ্ছি। তবে খুব বেশি সহযোগিতা পাচ্ছি না। আবাসন ব্যবসার চ্যালেঞ্জ নিয়ে মো. মোরশেদুল হাসান বলেন, রেজিস্ট্রেশন ফি অনেক বেশি। ১৩ থেকে ১৪ শতাংশ রেজিষ্ট্রেশন ফি দিতে হচ্ছে। এটি এক ধরনের প্রতিবন্ধকতা। অথচ আমাদের আশেপাশের দেশগুলোতে দেখেন, সেখানে ২ থেকে ৩ শতাংশ রেজিস্ট্রেশন ফি দিতে হয়। আমাদের সরকার রেজিষ্ট্রেশন ফি’টা কমাতে পারে। রেজিষ্ট্রেশন ফি কমে আসলে প্রতিবন্ধকতা থাকবে না। আরো অনেক রকম চ্যালেঞ্জ রয়েছে জানিয়ে তিনি বলেন, নির্মাণ সামগ্রীর উপকরণের দাম বেড়ে গেলে প্রকল্প চালিয়ে নিতে আমাদের কষ্ট হয়। শুল্কহারের বিষয়টিও রয়েছে। আমরা মনে করছি, নির্মাণ সামগ্রীর শুল্কহার কমাতে হবে। এছাড়া সহজ শর্তে ঋণ পাওয়ার বিষয়েও আমাদের হিমশিম খেতে হয়। এ বিষয়টিও দেখতে হবে। সহজ শর্তে যাতে ঋণ পাওয়া যায়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। মো. মোরশেদুল হাসান আরো বলেন, রিহ্যাব মেলা প্রতিবছরই হচ্ছে। মেলায় গ্রাহকদের ভালোই উপস্থিতি থাকে। একজন গ্রাহক মেলা থেকে বাড়ি ফিরে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলেন এবং সময় নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন। একজন গ্রাহক তার জীবনের পুরো সঞ্চয় দিয়ে একটি প্লট ক্রয়ের স্বপ্ন দেখেন। বিষয়টি আমরা অনুধাবন করি। সেই জায়গা থেকে আমরা আমাদের গ্রাহকদের সেই স্বপ্নপূরণের চেষ্টা করে আসছি, বর্তমানেও করছি এবং আমরা সেটি করে যাব।