মীরসরাইয়ের করেরহাট-ছাগলনাইয়া সড়কে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত শুভপুর ব্রিজের রেলিং ভেঙে একটি ডাম্প ট্রাক ফেনী নদীতে পড়ে গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এ সময় ট্রাক চালক ও হেলপার আহত হয়। এ বিষয়ে জোরারগঞ্জ থানার দায়িত্বরত সেকেন্ড অফিসার এসআই কামরুল বলেন, সড়কের এ অংশ হাইওয়ে পুলিশের অধীনে হওয়ায় তারা সঠিক তথ্য জানাতে পারবেন। অন্যদিকে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক শারফুদ্দিন জানান, পুরাতন সড়কটি থানার অধীনে। তাই এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।












