স্মার্ট বাংলাদেশ বিনির্মানের অংশ হিসাবে চট্টগ্রাম জেলাকে স্মার্ট জেলায় পরিণত করতে সকল টেকনিক্যাল ইন্সটিটিউট প্রধানদের নিয়ে অনলাইনে বৈদেশিক প্রশিক্ষণ গ্রহণ ও কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
বক্তব্যে তিনি বলেন, শুধু ট্রেনিং সনদ দিয়ে কাজ হবে না, বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টিতে চাহিদাভিত্তিক কার্যকরী প্রশিক্ষণ প্রদান, প্রচার ও ক্ষেত্র তৈরি করতে হবে। প্রয়োজনে সাম্প্রতিক সময়ে বিদেশে যেসব যন্ত্রপাতি নিয়মিত ব্যবহৃত হচ্ছে সেগুলোর মডেল এনে হাতে–কলমে প্রশিক্ষণ প্রদান করতে হবে। সভায় কোডার্স ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. শামসুল হক বলেন, বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টিতে আপডেটেড যন্ত্রপাতি দিয়ে হ্যান্ডস অন ট্রেনিং দেওয়া প্রয়োজন। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ আলী বলেন, ভাষা শেখা, মোবাইল, টিভি, ফ্রিজ সার্ভিসিংয়ের বিষয়ে ভিডিও কনটেন্ট রেডি করে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে অনলাইন প্রশিক্ষণের ব্যবস্থা করলে ঝড়ে পড়া শিশুরা কর্মক্ষম হয়ে স্বাবলম্বী হতে পারবে। সপ্তাহে অন্তত ১দিন ভ্রাম্যমাণ যানবাহনের মাধ্যমে উপজেলায় কারিগরি প্রশিক্ষণ প্রদান করা সম্ভব হলে তৃণমূল পর্যায় থেকে প্রশিক্ষণ দিয়ে বৈদেশিক কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বাংলাদেশ কোরিয়া কারিগরি ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ মোহাম্মদ নুরুজ্জামান সভায় প্রস্তাব করেন। অনুষ্ঠানে চুয়েটের একজন শিক্ষক, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষসহ চট্টগ্রাম জেলার সকল সরকারি ও বেসরকারি কারিগরি প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।