প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবরণ দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা গতকাল বিকেল ৪টায় সংগঠনের আন্দরকিল্লাস্থ কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, মিথ্যা–বানোয়াট, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে বাংলার জনগণের গণতান্ত্রিক অধিকারকে অবরুদ্ধ করার অপপ্রয়াস চালানো হয়। জনগণের মুক্তি আন্দোলনে শেখ হাসিনাকে সহ্য করতে হয়েছে অনেক জেল–জুলুম ও অত্যাচার–নির্যাতন। অসংখ্যবার মৃত্যুর সম্মুখীন হতে হয়েছে। জনগণের ভালোবাসায় সব ষড়যন্ত্রকে উপেক্ষা করে বাংলাদেশকে এগিয়ে নিতে অকুতোভয় নির্ভীক সেনানীর মতো নিরবচ্ছিন্নভাবে পথ চলেছেন শেখ হাসিনা। সব বাধা–বিপত্তি জয় করে আজ শুধু বাংলাদেশেই নয়, বিশ্বদরবারেও স্বমহিমায় উজ্জ্বল জনগণের নেত্রী শেখ হাসিনা।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি শাহাজাদা মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ, এডভোকেট জহির উদ্দিন, কোষাধ্যক্ষ সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, জয়নাল আবেদীন ঝুনু, মো. ফারুক, খালেদা আক্তার চৌধুরী, নাছির উদ্দিন, নঈমুল হক পারভেজ, ইঞ্জিনিয়ার মুনির উদ্দিন আহমেদ প্রমুখ।
বাঁশখালী : বাঁশখালী প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে বাঁশখালীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বিকালে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে মো. হারুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম। যুবলীগ নেতা মো. হামিদ হোসাইনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাঁশখালী পৌরসভার প্যানেল মেয়র প্রনব কুমার দাশ, ঝুন্টু কুমার দাশ, অধ্যাপক বাবুল কুমার দেব বাবলা, স্বাপন দাশ, সাইফু উদ্দীন, হারুনুর রশিদ, ছৈয়দুল আলম, শওকত হোসেন মিয়া, রেজাউল করিম দানু, এনাম, সংকর, মনছুর, ইলিয়াস, মোরশেদ প্রমুখ।











