শুধু নিরাপত্তা নয়, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে সহযোগিতা করবো

সীতাকুণ্ডে মঠ-মন্দির পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ১১ আগস্ট, ২০২৪ at ১১:২৮ পূর্বাহ্ণ

শুধু নিরাপত্তা নয়, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে সহযোগিতা করবে জামায়াতের নেতারা। সকলে ঐক্যবদ্ধ হয়ে হিন্দুদের বাড়িঘরে হামলা ও মঠ মন্দিরে হামলাকারীদের রুখে দাঁড়াবো। সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন এলাকার মন্দির, গির্জা ও তাদের বাড়িঘর পরিদর্শন শেষে এসব কথা বলেন উত্তর জেলা জামায়াতের নেতারা। গত শুক্রবার বিভিন্ন মন্দির পরিদর্শন এবং ইউনিয়ন পূজা কমিটিসহ হিন্দু সমপ্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলেন তারা। এসময় তারা হিন্দু সমপ্রদায়ের যে কোনো সুবিধাঅসুবিধা জামায়াতের নেতাদের জানাতে অনুরোধ জানান। তাছাড়া তাদের ধর্মীয় উৎসবগুলোতে নিরাপত্তাসহ আর্থিক সহযোগিতার আশ্বাস দেন জামায়াতের এ নেতারা।তারা বলেন, শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর সারা দেশে মন্দির বা হিন্দু সমপ্রদায়ের ওপর হামলা হতে পারে এমন আশঙ্কায় তাদের পাশে দাঁড়ান জামায়াতে ইসলামীর নেতারা। রাত জেগে মন্দিরগির্জা পাহারা দিয়েছেন জামায়াতছাত্রশিবিরের নেতাকর্মীরা।এসময় জামায়াতে ইসলামীর উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক বলেন, শেখ হাসিনার পতনে প্রথম দুটি কাজ হাতে নিয়েছে জামায়াতে ইসলামী। এর মধ্যে একটি হলো দেশের সম্পদ রক্ষা ও দেশের বিভিন্ন ধর্মের উপাসনালয় রক্ষা করা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আমির মিজানুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মু. কুতুবউদ্দিন শিবলী, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আশরাফুর রহমান, হিন্দু নেতা তপন মজুমদার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচমেক হাসপাতালে চিকিৎসাধীন আহত রোগীদের রেড ক্রিসেন্টের অর্থ সহায়তা
পরবর্তী নিবন্ধআইআইইউসির আয়োজনে আন্দোলনে নিহত ছাত্রদের গায়েবানা জানাজা