জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে বাংলাদেশ সামাজিক ও অর্থনৈতিকভাবে ঝুঁকির মধ্যে রয়েছে। বাজেটে জলবায়ু বরাদ্দ বাড়াতে হবে, সামাজিক নিরাপত্তা, জলবায়ু সহনশীল কৃষি, জীবাশ্ম জ্বালানি কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি, খালখনন, পাহাড়কাটা রোধ, বর্জ্য ব্যবস্থা উন্নয়ন প্রয়োজন। শুধু নগর জলাবদ্ধতা নয় গ্রামাঞ্চলের জলাবদ্ধতা নিয়েও আমাদের পরিকল্পনা করা জরুরি। গতকাল শনিবার ঘাসফুল আয়োজিত ‘বৈশ্বিক জলবায়ু পরিবর্তন : আমাদের প্রস্তুতি’ শীর্ষক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপ–উপাচার্য প্রফেসর ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন।
ঘাসফুল চেয়ারম্যান ড. মনজুর–উল–আমিন চৌধুরীর সভাপতিত্বে ও সঞ্চালনায় ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি। ওয়েবিনারের স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সিইও আফতাবুর রহমান জাফরী।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন। ওয়েবিনারে প্যানেল আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন সাবেক মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, এডিবির রিসোর্স পার্সন ও সাবেক সচিব সুলতানা আফরোজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর (অবঃ) ড. মোহাম্মদ আলী আজাদী, বুয়েট, পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. একেএম সাইফুল ইসলাম, বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. ফজলে রাব্বি ছাদেক আহমাদ।
আলোচনায় অংশ নেন স্থপতি আশিক ইমরান, ইঞ্জিনিয়ার সুভাষ চন্দ্র বড়ুয়া, মোঃ ফেরদৌস আনোয়ার, ড. অরবিন্দ কুমার রায়, ড. মোঃ ছাদেকুল আলম, ড. মোঃ আলী হায়দার, ড. ইদ্রিস আলী, প্রকৌশলী মোঃ মাহাবুবুল আলম, কে. এ.এম. মাজেদুর রহমান, শরিফ চৌহান, প্রতীক দত্ত। ওয়েবিনারটি ঘাসফুল ফেইসবুকে সরাসরি সম্প্রচার হয় এবং বক্তাদের অভিমতের উপর ভিত্তি করে ছয়টি (৬) সুপারিশ গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।












