গণপরিবহনে হাফ ভাড়া চালুর দাবিতে চট্টগ্রামেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। ঢাকায় গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নেয়ার সিদ্ধান্ত নিলেও চট্টগ্রামসহ দেশের অন্যান্য জেলার ব্যাপারে কোন সিদ্ধান্ত দেয়নি পরিবহন মালিক সমিতির নেতারা। এই নিয়ে চট্টগ্রামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাফ ভাড়ার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন করছেন। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে আন্দোলনকারী শিক্ষার্থীরা দ্রুততম সময়ে ৯ দফা দাবি মেনে নেয়ার পাশাপাশি প্রজ্ঞাপন জারি করে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিতের দাবি জানিয়েছেন। গতকাল বুধবার সকালে প্রথমে চেরাগী পাহাড় মোড়ে বিক্ষোভ সমাবেশ করে। এরপর চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা আবারও মানববন্ধন করেন। গণপরিবহনে হাফ ভাড়ার বিষয়ে রাজধানী ঢাকায় শিক্ষার্থীদের দাবি মেনে নেয়া হলেও চট্টগ্রামে এখনো সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। যদিও গতকাল এ বিষয়ে বৈঠক হওয়ার কথা ছিল। তবে পরিবহন মালিকদের কেন্দ্রীয় সংগঠন থেকে কোন নির্দেশনা না আসায় শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নিতে পারেননি চট্টগ্রামের বাস মালিক সংগঠনের নেতারা। আন্দোলনকারী শিক্ষার্থী শান্ত ইসালাম ক্ষোভ প্রকাশ করে বলেন, শুধুমাত্র রাজধানী ঢাকার শিক্ষার্থীদের জন্য একটা আইন আর সারাদেশের শিক্ষার্থীদের জন্য আর একটা আইন কিভাবে চলতে পারে! একটি দেশে যে কোন আইন সবার জন্য সমান। ঢাকার শিক্ষার্থীরা হাফ ভাড়ায় যাতায়াত করবে-আর চট্টগ্রামসহ সারাদেশের শিক্ষার্থী এই সুযোগ থেকে বঞ্চিত হবে-এটা কেমন সিদ্ধান্ত? হাফ ভাড়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী রাজু সাহা জানান, সারাদেশের সকল শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে হাফ ভাড়ার দাবিতে ঢাকা-চট্টগ্রামসহ দেশে বিভিন্ন প্রান্তে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। শুধু ঢাকায় নয়, সারাদেশে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর করতে হবে। শিক্ষার্থীদের এই দাবি যুক্তিসংগত। এই দাবি মেনে নেয়া উচিত।