শুধু চসিকের উদ্যোগে সড়ক নিরাপদ হবে না

সিএমপি ও বিআরটিএকেও কাজ করার আহ্বান মেয়রের

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৯ নভেম্বর, ২০২৩ at ৬:১৩ পূর্বাহ্ণ

নগরে নিরাপদ সড়ক নিশ্চিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) একার উদ্যোগ যথেষ্ট নয় বলে মনে করেন মেয়র রেজাউল করিম চৌধুরী। তাই সিএমপি ও বিআরটিএকেও সড়ক নিরাপদ করতে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। এক্ষেত্রে সড়ক পরিবহন আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার জন্য সিএমপিকে এবং ফিটনেসবিহীন ও ত্রুটিপূর্ণ গাড়ি চলাচল বন্ধ করতে বিআরটিএকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

ওয়ার্ল্ড ডে অব রিমেম্বারেন্স ফর রোড ট্রাফিক ভিক্টিমস দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এ আহ্বান জানান। সড়ক দুর্ঘটনায় হতাহতদের স্মরণে ১৯ নভেম্বর দিবসটি পালিত হয়। আজ সোমবার দিবসটি পালন করা হবে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে।

মেয়র বলেন, সড়কে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন পথচারীরা। এর পরের অবস্থানে রয়েছে দুই চাকার যানবাহন ব্যবহারকারীরা। ২০২০ থেকে ২০২২ পর্যন্ত তিন বছরে চট্টগ্রাম শহরে সড়ক দুর্ঘটনায় অন্তত ২৬৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৫৬ শতাংশই পথচারী। পথচারীদের জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করা গেলে সড়কে মৃত্যুর হার অর্ধেক কমিয়ে আনা যাবে। এই লক্ষ্যকে সামনে রেখে কাজ করছে সিটি কর্পোরেশন।

সিটি কর্পোরেশন ও মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে চট্টগ্রাম রোড সেফটি রিপোর্ট সম্প্রতি প্রকাশিত হয়েছে উল্লেখ করে মেয়র বলেন, রিপোর্টে নগরের সড়কগুলোর দুর্ঘটনাপ্রবণ ও ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করা হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে এই স্থানগুলোর ঝুঁকি নিরসনে উদ্যোগ গ্রহণ করা হবে। পথচারীদের চলাচল নির্বিঘ্ন করার লক্ষ্যে প্রয়োজন অনুসারে ফুটপাত নির্মাণ ও বর্তমান ফুটপাতগুলো প্রশস্ত করবে সিটি কর্পোরেশন। সড়কের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে, স্কুলকলেজের সামনে জেব্রা ক্রসিং স্থাপন করা হবে।

নগরবাসীকে পথ চলাচলে সচেতন হওয়ার অনুরোধ জানিয়ে মেয়র বলেন, পথচারীদের যত্রতত্র সড়ক পারাপার না করে নির্দিষ্ট স্থানে সড়ক পারাপার, ফুটপাত ব্যবহার করা ও ট্রাফিক নিয়মকানুন মেনে চলার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। তিনি দুর্ঘটনা প্রতিরোধে চালকদের নিয়ম মেনে ধীর স্থিরভাবে গাড়ি চালানোর কথাও বলেন। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রাম শহরকে আমরা নিরাপদ করে তুলব। এই শহরে যেন আর কোনো প্রাণ সড়কে বিসর্জন দিতে না হয় সেই প্রতিজ্ঞার আহ্বান জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসছিল ট্রলার, ১৮ জেলে উদ্ধার
পরবর্তী নিবন্ধশিল্পী শওকত জাহান পরিচালিত শিশু শিল্পীদের চিত্র প্রদর্শনীর পুরস্কার বিতরণ