শুধু অভিনেতা নন, আপনি সুন্দর স্বপ্নের প্রতিচ্ছবি : শাকিব খান

| শুক্রবার , ২২ আগস্ট, ২০২৫ at ৮:০৯ পূর্বাহ্ণ

নায়করাজ রাজ্জাককে হারানোর ৮ বছর ছিল গতকাল ২১ আগস্ট। ২০১৭ সালের এদিনে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। খবর বাংলানিউজের।

শোকাবহ দিনটিতে তাকে শ্রদ্ধা জানালেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টে নায়করাজকে স্মরণ করেন তিনি। দেশ সেরা এই নায়ক বলেন, আপনাকে (নায়করাজ রাজ্জাক) গভীরভাবে অনুভব করি প্রতি পদেপদে। শুধুই একজন অভিনেতা নন, আপনি সুন্দর স্বপ্নের প্রতিচ্ছবি। আপনার অভিনয়, হাসি চিরকাল বেঁচে থাকবে আমাদের স্মৃতিতে, ভালোবাসায়। সবশেষে তিনি বলেন, আপনার প্রতি রইলো গভীর শ্রদ্ধা, চিরশান্তিতে থাকুন। বলা দরকার, নায়করাজ রাজ্জাকের সঙ্গে ‘কোটি টাকার কাবিন’, ‘জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার’, ‘১ টাকার বউ’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান।

পূর্ববর্তী নিবন্ধসংগীত জীবনের ৫০ বছরে গাইবেন নকীব খান
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৮.১৮ কোটি টাকা