শুধুই শূন্যতা

রূপক কুমার রক্ষিত | বুধবার , ২৪ ডিসেম্বর, ২০২৫ at ৫:২৪ পূর্বাহ্ণ

আসলে ভিতরটা পুড়ে গেছে

কষ্টের বিষণ্ন অনলে।

একদম পোড়ার গন্ধ,

তপ্ত একান্তে মনের জানালা খুলে

টের পাওয়া যায় বাহির থেকে।

একসময় আশা ছিল,

হৃদয়ে হাসির শব্দ ছিল,

মায়াবী ভালোলাগা ছিল,

রঙিন উচ্ছ্বাসে ছিল

রঙিন স্বপ্নের বারতা।

কি নিষ্ঠুর জীবন!

ভাবতেই বুক ফাটা কষ্টের আতংকে

কেঁপে ওঠে স্মৃতির জৌলুস চর।

মানুষ তো সেই একটাই,

সময়ের ফেরে অপ্রাপ্তির বোঝার ভারে

কূলহারা, অনেকটা ক্লান্ত।

অতি সাধারণ, অনিন্দ্য কিছু নই,

তাই অবশেষটুকু আজ শূন্যতা,

শুধুই শূন্যতা।

পূর্ববর্তী নিবন্ধবাজারে লাইসেন্সবিহীন ওষুধ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চাই
পরবর্তী নিবন্ধবিশ্বাসের ভঙ্গুরতা