শুধুই শীতকালীন সংক্রমণ, আতঙ্কিত না হওয়ার পরামর্শ চীনের

নতুন ভাইরাস

| রবিবার , ৫ জানুয়ারি, ২০২৫ at ৫:২৮ পূর্বাহ্ণ

চীনে নতুন ভাইরাস হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) নিয়ে আতঙ্ক বাড়লেও, এটিকে শুধুমাত্র ‘শীতকালীন সংক্রমণ’ বলেই দাবি করল চীন। পাশাপাশি, নতুন এই ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে নাগরিকদের। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র মাও নিং জানিয়েছেন, নতুন ভাইরাসের সংক্রমণ বাড়লেও বিষয়টি নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবে এই সংক্রমণের জন্য শীতকালকেই দায়ী করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মাও নিংয়ের কথায়, শীতকালে শ্বাসযন্ত্রে সংক্রমণের সম্ভাবনা বাড়ে। তবে আশ্বস্ত করতে পারি যে, এই ভাইরাস নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। সরকার পুরো বিষয়টির উপর নজরদারি চালাচ্ছে।

নতুন ভাইরাসে আক্রান্ত হয়ে সমপ্রতি চীনের হাসপাতালগুলোতে উপচে পড়া রোগীদের ভিড়ের যে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, সেই প্রসঙ্গেও মুখ খুলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র। তাঁর দাবি, এই ভাইরাস মারাত্মক নয়। সংক্রমণের হারও গত বছরের তুলনায় কম।

কোভিড১৯ ছড়ানোর ৫ বছর পরে চীনে ফের নতুন ভাইরাসের সংক্রমণের খবরে আতঙ্ক ছড়িয়েছে গোটা বিশ্বে।

পূর্ববর্তী নিবন্ধসাবেক কাউন্সিলর ওয়াসিমের বাড়িতে হামলা
পরবর্তী নিবন্ধ৫ দিন জনসংযোগ করবে বৈষম্যবিরোধী আন্দোলন ও নাগরিক কমিটি