শুদ্ধ হও আপন আলোয়

শিল্পকলায় তারুণ্যের ঊচ্ছ্বাসের ৫০ শিল্পীর একক আবৃত্তি

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩০ জানুয়ারি, ২০২২ at ১০:৩৭ পূর্বাহ্ণ

সংগঠনের নির্বাচিত ৫০ জন সদস্য শিল্পীর অংশগ্রহণে বিশেষ আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেছে বাচিক শিল্প চর্চা কেন্দ্র ‘তারুণ্যের উচ্ছ্বাস’। গতকাল শনিবার জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় ‘শুদ্ধ হও, আপন আলোয়’ শিরোনামের এ আবৃত্তি আয়োজন। বিকেল ৫টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক রীতা দত্ত।
তারুণ্যের উচ্ছ্বাস সহ-সভাপতি প্রবীর মহাজনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী এবং বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের জাতীয় পর্ষদ সদস্য মিলি চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন তারুণ্যের উচ্ছ্বাস সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম।
অনুষ্ঠানের আবৃত্তি পর্বে কারিশমা কবির ঐশীর সঞ্চালনায় তারুণ্যের উচ্ছ্বাসের বড়দের বিভাগের নির্বাচিত পঁচিশজন এবং ছোটদের বিভাগের নির্বাচিত পঁচিশজন শিল্পী আবৃত্তি পরিবেশন করেন। শিল্পীরা আবৃত্তি করেন রবীন্দ্রনাখ ঠাকুরের ফুল ফোটানো, কাজী নজরুলের হযরত, জসীম উদ্দীনের আসমানী, হেলাল হাফিজের একটি পতাকা পেলে, শামসুর রাহমানের একটি পতাকার জন্যেসহ বেশকিছু কবিতা।
অনুষ্ঠানে আবৃত্তি করেন বড়দের বিভাগের আবৃত্তি শিল্পী সাফা মারওয়া, রুম্পা বিশ্বাস, অরুন্ধতী চৌধুরী, রত্না চৌধুরী, অপর্না দাশগুপ্তা, তৌহিন আক্তার, আনিকা ইবনাত, জুয়েনা আফসানা, পিয়া চৌধুরী, কামরুন নাহার, পূর্নিমা লালা, অর্পিতা দাশগুপ্তা, মৌ দত্ত, সুষ্মিতা দত্ত, নিশীতা সেনগুপ্তা, আসিফুল আলম, ইমাম হোসাইন, ফরিদা পারভীন, জেরিন আহমেদ, লাকী দেবী, রাহুল ঘোষ দস্তিদার, সুমি বিশ্বাস, গার্গী দেব, দেবদ্বীপ কান্তি দাশ, পিন্টু দাশ এবং ছোটদের বিভাগের জেনি বড়ুয়া, মুদ্ধরাজ দেব, শ্রেয়ন চৌধুরী, শুভজিৎ চক্রবর্ত্তী, কৌশিক পাল, নিলাদ্রী মজুমদার, মেহজাবিন আলম, দেবজিৎ বিশ্বাস, উচ্ছ্বাস সেন, আবরার ফাতির, শান বড়ুয়া, দ্বিপান্বীতা আইচ কথা, আরাত্রিক অদ্রি, অরন্তিকা কর প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশিশুকে সুস্থ রাখতে জন্মের পর প্রথম ৬ মাস অবশ্যই বুকের দুধ দিতে হবে
পরবর্তী নিবন্ধঅক্ষয়ের ‘বাবুর্চি’ বিজ্ঞাপন, রাজেশ খান্নাকে উৎসর্গ