স্বর্ণালী সম্ভারে সাজাই জীবন স্লোগানকে ধারণ করে চট্টগ্রাম কালচারাল একাডেমির পথচলা। তারই ধারাবাহিকতায় জুলাই বিপ্লবের বর্ষপূর্তি স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২৮ জুলাই থিয়েটার ইনস্টিটিউটের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আইআইইউসির উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলী আজাদী। উদ্বোধনী বক্তব্য দেন, সিসিএ সভাপতি মুহাম্মদ সেলিম জামান। বক্তব্য দেন, চবি উপ–উপাচার্য ড. শামীম উদ্দীন খান, প্রফেসর ড. আবদুল মান্নান, আইআইইউসির ট্রেজারার প্রফেসর ড. মাহবুবুর রহমান, প্রফেসর এমদাদ হোসেন, রফিকুল হায়দার, ড. চৌধুরী আবদুল হালিম।
সিসিএ সাধারণ সম্পাদক আবদুল গফুর ও মুহাম্মদ গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, সাংবাদিক মুহাম্মদ উল্লাহ, এস এম লুৎফুর রহমান, মাহবুবুর রহমান, অধ্যক্ষ মাওলানা জাকির হোসাইন, মুহাম্মদ এনামুল হক, শাহেদুল করিম খান, অধ্যক্ষ আরিফ বিল্লাহ, মোবারক হোসেন, রহমত উল্লাহ প্রমুখ।
সাংস্কৃতিক ও নাটিকা পরিবেশন করে চট্টলা গানের দল, কর্ণফুলী থিয়েটার, পাঞ্জেরি ও পারাবার শিল্পী গোষ্ঠী। শুরুতে অর্থসহ কোরআন তেলাওয়াত করেন হাফেজ সাফায়েত হোসেন, হামদে বারী তায়ালা পরিবেশন করেন গোলাম মোস্তফা। প্রধান অতিথি বলেন, অপসংস্কৃতি রোধে শুদ্ধ সংস্কৃতি সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। এক্ষেত্রে কালচারাল একাডেমিকে অনন্য ভূমিকা রাখতে হবে। গত ১৬ বছর ইসলাম ও ইসলামী সাংস্কৃতির উপর যেভাবে নিপীড়ন চলছে জুলাই আন্দোলনের বিপ্লবীদের মাধ্যমে মুক্তির সোপান অর্জন করেছে। যদি আন্দোলনের পূর্ণতা অর্জন করতে না পারি তাহলে ফ্যাসিজম আবার বাসা বাধতে চেষ্টা করবে। প্রেস বিজ্ঞপ্তি।