শুদ্ধ সংস্কৃতির পরশেই সমপ্রীতির বাতাবরণ সৃষ্টি হয়

আর্য্য সঙ্গীত সমিতির অনুষ্ঠানে বক্তারা

| রবিবার , ৫ জানুয়ারি, ২০২৫ at ৮:৫৪ পূর্বাহ্ণ

আর্য্য সঙ্গীত সমিতির (সুরেন্দ্র সঙ্গীত বিদ্যাপীঠ) নতুন পরিচালনা পর্ষদ গঠন উপলক্ষে এক সভা গতকাল শনিবার আন্দরকিল্লাস্থ আর্য্য সঙ্গীত ভবনে বিদ্যাপীঠের অধ্যক্ষ তরুন কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, সঙ্গীতসংস্কৃতির কোন জাতকুল দেশ নাই। সুরের পরশে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে স্বদেশ গড়তে হবে। শুদ্ধ সংস্কৃতির পরশেই পারস্পরিক সমপ্রীতির বাতাবরণ সৃষ্টি হয়। অনুষ্ঠানে গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ্‌কে সংবর্ধনা প্রদান করা হয়। নতুন কমিটির কর্মকর্তা ও সদস্যরা হলেন, সভাপতি শাহ্‌ সেলিম খালেদ, সিনিয়র সহসভাপতি সুজিত ভট্টাচার্য দোলন, সহসভাপতি মৃনালিনী চক্রবর্তী, দীপেন চৌধুরী, মো. আজগর আলী, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সহসাধারণ সম্পাদক কল্যাণ কান্তি নাথ (আশীষ), পুষ্পেন বড়ুয়া কাজল, অর্থসম্পাদক সঞ্জীব ভট্টাচার্য, সদস্য তরুন কুমার দাশ, জয়ন্তী লালা, সুদীপ সেনগুপ্ত, অরুণ কুমার ভদ্র, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশ থেকে ইয়েস কার্ড পেল ২০ হাফেজ
পরবর্তী নিবন্ধচন্দনাইশে ফ্রি চিকিৎসা ক্যাম্প