আবৃত্তি ও মনন চর্চার সংগঠন উচ্চারক আবৃত্তি কুঞ্জের তিন মাস্যব্যাপী ২১তম শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেছেন, ভাষা ব্যবহারের ক্ষেত্রে শুদ্ধ উচ্চারণ ব্যক্তিত্বের বিকাশ ও প্রকাশের অন্যতম মাপকাঠি। এটা মানুষকে পরিশুদ্ধ করে এবং প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার ক্ষেত্রে সহায়ক ভূমিকা হিসেবেও কাজ করে। শৈশব-কৈশোর থেকে সঠিক উচ্চারণচর্চা শুরু করা গেলে, ব্যক্তি ও সমাজ দুই-ই উপকৃত হতে পারে। যান্ত্রিক এ সময়ে আমাদের বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে পাঠমুখী করে তুলতে হলে আবৃত্তি ও বিতর্ক চর্চার বিকল্প নেই।
গতকাল শুক্রবার সকাল ১০টায় নগরীর মৌলানা মোহাম্মদ আলী রোডস্থ টেলেন্ট স্কুল অ্যান্ড কলেজের উচ্চারক কার্যালয়ে কর্মশালার উদ্বোধনী আয়োজনে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। উচ্চারক সভাপতি আবৃত্তিশিল্পী ফারুক তাহেরের সভাপতিত্বে ও উচ্চারকের অর্থসম্পাদক শামীমা ইয়াছমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি ও বাউলতাত্ত্বিক স্বপন মজুমদার, লেখক ও গবেষক খন রঞ্জন রায় ও সম্মিলিত আবৃত্তি জোটের যুগ্ম সাধারণ সম্পাদক কবি আলী প্রয়াস। এ সময় উপস্থিত ছিলেন উচ্চারকের সদস্য পূণম দত্ত ও সৌহার্দ্য বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।











