শুদ্ধ উচ্চারণ ব্যক্তিকে পরিশুদ্ধ করে

উচ্চারকের কর্মশালায় বক্তারা

| শনিবার , ২২ জানুয়ারি, ২০২২ at ৭:৩৫ পূর্বাহ্ণ

দেশের অন্যতম প্রধান আবৃত্তি ও মনন চর্চার সংগঠন উচ্চারক আবৃত্তি কুঞ্জের ২০তম শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি ও বিতর্ক প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেছেন, ভাষা ব্যবহারের ক্ষেত্রে শুদ্ধ উচ্চারণ ব্যক্তিকে পরিশুদ্ধ করে আর বিতর্ক চর্চা সমাজকে করে সমৃদ্ধ। শৈশব-কৈশোর থেকে এ দুয়ের চর্চা শুরু করা গেলে ব্যক্তি ও সমাজ দুই-ই উপকৃত হতে পারে। যান্ত্রিক এ সময়ে আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে পাঠমুখী করে তুলতে হলে আবৃত্তি ও বিতর্ক চর্চার বিকল্প নেই। গতকাল শুক্রবার সকালে নগরীর মৌলানা মোহাম্মদ আলী রোডে অবস্থিত টেলেন্ট স্কুল অ্যান্ড কলেজের উচ্চারক কার্যালয়ে কর্মশালার উদ্বোধনী আয়োজনে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। উচ্চারক সভাপতি আবৃত্তিশিল্পী ও সাংবাদিক ফারুক তাহেরের সভাপতিত্বে এবং সহ-সভাপতি এরফান মিথুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কবি ও বাউলতাত্ত্বিক স্বপন মজুমদার, বিতার্কিক ও বিতর্কের পথিকৃৎ সংগঠন দৃষ্টি চট্টগ্রামের সহ-সভাপতি সাঈফ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ছবুর শুভ, সরকারি কর্মকর্তা জাবেদ উদ্দিন, তরুণ উদ্যোক্তা আনিসুর রহমান, উচ্চারকের অর্থ-সম্পাদক শামীমা ইয়াছমিন, সদস্য পূণম দত্ত ও বিতার্কিক আফিয়া হুমায়রা মাইশা। বক্তারা আরো বলেন, একটি গঠনমূলক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলার জন্য প্রয়োজন একটি শিক্ষিত ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম। আর এই প্রজন্ম তৈরিতে সহায়ক ভূমিকা রাখছে আবৃত্তি ও বিতর্কের মতো সুকুমার বৃত্তিগুলো। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ সাহিত্যিক সাংবাদিক বিমলেন্দু বড়ুয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী
পরবর্তী নিবন্ধরাউজানের বেরুলিয়া খাল খনন কাজ উদ্বোধন