শুদ্ধি অভিযানের পর দ্বিতীয় সর্বোচ্চ পদমর্যাদার জেনারেল নিয়োগ দিল চীন

| শনিবার , ২৫ অক্টোবর, ২০২৫ at ১১:১৮ পূর্বাহ্ণ

বড় ধরনের এক শুদ্ধি অভিযানে ৯ জেনারেলকে বরখাস্ত করার কয়েকদিন পর সামরিক বাহিনীতে দুর্নীতি নির্মূল কর্মকাণ্ড দেখভালের দায়িত্বে থাকা অভিজ্ঞ এক কর্মকর্তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পদমর্যাদার জেনারেল হিসাবে নিয়োগ দিয়েছে চীন। দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির চার দিনের কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে বৃহস্পতিবার ঝাং শেংমিনকে কেন্দ্রীয় সামরিক কমিশনের দ্বিতীয় ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে বলে জানিয়েছে বিবিসি। খবর বিডিনিউজের।

এর মাধ্যমে ঝাং চীনের শীর্ষ সামরিক কর্তৃপক্ষের তৃতীয় সর্বোচ্চ কর্মকর্তা হলেন, তার ওপরে আছেন কেবল মিলিটারি কমিশনের প্রথম ভাইস চেয়ারম্যান ও প্রেসিডেন্ট শি জিনপিং। দিনকয়েক আগে দেশটি যে ৯ জেনারেলকে বরখাস্ত করেছে তারা গুরুতর আর্থিক অপরাধের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে, বলেছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে অনেক বিশ্লেষক একে ‘রাজনৈতিক শুদ্ধি অভিযান’ হিসাবেই দেখছেন। গত কয়েক দশকে চীনের কমিউনিস্ট পার্টিকে সামরিক বাহিনীর এত ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে একসঙ্গে এমন খড়্‌গহস্ত হতে দেখা যায়নি। তবে কেন্দ্রীয় সামরিক কমিশন কয়েক মাস আগেই এ ধরনের অভিযানের আভাস দিয়েছিল। জুলাইয়ে তারা সামরিক বাহিনী থেকে ‘বিষাক্ত প্রভাব’ নির্মূল করার আহ্বান এবং সেনাসদস্যদের পালনীয় ‘বজ্রকঠোর সব নিয়মকানুনের’ তালিকা সম্বলিত নির্দেশনাও দিয়েছিল। গত কয়েক বছরে চীন একাধিক সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছে, যার মধ্যে সাবেক প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে ও লি শাংফুও রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধতুরস্ক উপকূলে নৌকাডুবিতে ৭ অভিবাসীর প্রাণহানি
পরবর্তী নিবন্ধযুদ্ধবিরতির পরও গাজায় দুর্ভিক্ষ কমেনি : ডব্লিওএইচও