শুদ্ধাচার পুরস্কার পেলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের রেকর্ড কিপার মহিউদ্দিন

| বৃহস্পতিবার , ১০ আগস্ট, ২০২৩ at ৫:৩৮ পূর্বাহ্ণ

জেলা পর্যায়ে জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (রেকর্ড কিপার) মহিউদ্দিন আহাম্মদ চৌধুরী। সম্প্রতি চট্টগ্রাম সার্কিট হাউসে এক অনুষ্ঠানে তার হাতে শুদ্ধাচার পুরস্কার (২০২২২০২৩)-হিসেবে ফুল, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী শাব্বির ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাসুদ কামাল, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএনসিসি ব্যাংক পরিচালনা পর্ষদের সভা
পরবর্তী নিবন্ধদোহাজারীতে পানিতে ডোবা নাতির পর দাদার লাশ উদ্ধার