কক্সবাজার জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের কর্মকর্তা–কর্মচারীরা শুদ্ধাচার পুরস্কার ও শুভেচ্ছা স্মারক পেয়েছেন। শুদ্ধাচার পুরস্কার ২০২২–২৩ এবং অর্থবছরের জুন ক্লোজিং শেষে কর্মরত সকল কর্মকর্তা–কর্মচারীর মাঝে শুভেছা স্মারক ও উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। কক্সবাজার জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের কার্যালয়ে শুদ্ধাচার পুরস্কার, শুভেচ্ছা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেন জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মোহাম্মদ হাবিবুল হক। তিনি বলেন, পুরস্কারপ্রাপ্ত সবাই নিজ নিজ কর্মক্ষেত্রে দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করে চলেছেন।
শুরুতে কোরান তেলাওয়াত করেন অডিটর মো. সাঈদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন এসএএস সুপরিনটেনডেন্ট মো. সাইফুর রহমান। শুদ্ধাচার পুরস্কার পেলেন জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের এসএএস সুপারিনটেনডেন্ট বিভাষ সেনগুপ্ত ও অডিটর নুরুল হোসাইন। এছাড়া জেলা অ্যাকাউন্টস অফিসের এসএএস সুপারিনটেনডেন্ট মো. সাইফুর রহমানসহ সকল কর্মকর্তা–কর্মচারীকে শুভেচ্ছা স্মারক এবং উপহার প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












