ঢাকাই সিনেমার ‘রূপবান’ খ্যাত নায়িকা সুজাতা আজিম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার রাতে শুটিং থেকে বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়লে সুজাতাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বুধবার সুজাতার পুত্রবধূ রেশমা আজিম বলেন, উনার শারীরিক অবস্থার আপডেট সন্ধ্যার পর জানাতে পারব। তখন চিকিৎসক এসে দেখে কী বলেন, সেটি জানার অপেক্ষায় আছি। খবর বিডিনিউজের।
রেশমা বলেছেন, গাজীপুরের সফিপুরে ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার শুটিং শেষ করে রাতে বাসায় ফেরেন তার শাশুড়ী। বাসার সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে হঠাৎ বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করলে সিঁড়ি থেকেই তাকে হাসপাতালে নেওয়া হয় বলেও জানান রেশমা। কয়েক বছর ধরেই হৃদরোগে ভুগছেন বর্ষীয়াণ এই অভিনেত্রী। এর আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে।
১৯৪৭ সালে কুষ্টিয়ায় জন্ম নেওয়া এই অভিনেত্রীর পারিবারিক নাম তন্দ্রা মজুমদার। তিনি সিনেমায় আসেন ১৯৬৩ সালে। তার প্রথম সিনেমা ‘ধারাপাত’। সিনেমায় আসার পর নির্মাতা সালাউদ্দিন তার নাম বদলে রাখেন সুজাতা।
এর দু বছর পর লোককাহিনীর গল্পের সিনেমা ‘রূপবান’ করে দারুণ খ্যাতি পান তিনি। সিনেমাটি বাংলা চলচ্চিত্রে ইতিহাস তৈরি করে। অভিনেতা–প্রযোজক আজিমকে সুজাতা বিয়ে করেন ১৯৬৭ সালে। বর্তমানে সিনেমায় সুজাতা খুব একটা নিয়মিত নন। মাঝেমধ্যে টেলিভিশন নাটকে অবশ্য সুজাতাকে দেখা যায়। এবার দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি।












