লম্বা বিরতি দিয়ে শুটিংয়ে ফিরছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। তার নতুন সিনেমা ‘আহারে জীবন’। সরকারি অনুদানের সিনেমাটি পরিচালনা করছেন ছটকু আহমেদ। পূর্ণিমা শনিবার বলেন, লম্বা বিরতি দিয়ে শুটিংয়ে ফিরছি। কেমন লাগছে, এখন বলতে পারব না। রোববার বলতে পারব কেমন লাগল। দিলারা হানিফ পূর্ণিমা সর্বশেষ কাজ করেন ২০১৬ সালে ‘লাভ অ্যান্ড কোং’ ও ‘ফিরে যাওয়া হলো না’ সিনেমায়। এরপর আর বড় পর্দার তাকে দেখা যায়নি। খবর বিডিনিউজের।
নতুন সিনেমায় কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, ফেরদৌস ও ছটকু ভাইয়ের আগ্রহেই মূলত সিনেমায় অভিনয় করা। তিনি প্রবীণ গুণী চলচ্চিত্র নির্মাতা। সিনেমাটিও সরকারি অনুদানের। গল্পটি ভালো লেগেছে আমার। আশা করছি, সবকিছু ঠিকঠাক হলে একটি ভালো সিনেমা পাবেন দর্শক। চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বলেন, আজ থেকে ২৫ বছর আগে ছটকু ভাইয়ের সিনেমা ‘বুকের ভেতর আগুন’-এ অভিনয় করেছিলাম। এরপর তার কোনো সিনেমায় আর কাজ করা হয়ে ওঠেনি।